বাংলদেশসহ এশিয়ার ৫ দেশের পতাকা ওড়ালো লা-লিগা

৩০ মে, ২০১৯ ০৩:০১  
বৃহস্পতিবার (৩০ মে) পর্দা উঠছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। বাংলাদেশসহ এই আসরে অংশ নিচ্ছে এশিয়ার ৫ দেশ। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানস্তান ও বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় উপমহাদেশের এই ৫ দলের পতাকা উড়িয়ে শুভ কামনা জানিয়েছে স্প্যানিশ লা-লিগা। বুধবার (২৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ভেরিফায়েড পেজে ৫ দেশের পতাকাসহ শুভকামনা জানিয়ে পোস্ট দেয় লা লিগা। প্রসঙ্গত, প্রতি ফুটবল বিশ্বকাপেই পতাকায় ছেয়ে যায় ভারতীয় উপমহাদেশের আকাশ। এর মাধ্যমে ক্রিকেটের পাশাপাশি ফুটবলপ্রেমীদের দেশগুলোকে সমীহ করে ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় লা-লিগা।